আঁধার ধরে বজ্রের ফুল ,
ডানা খসে পড়া অপ্সরীরও তরে ৷
জন্ম-জন্মান্তরেরও আগের প্রাগৈতিহাসিক
যখন পাক জমিনে পুঁতেছে বুনো জইয়ের
অভিশাপ!
তাকিয়ে থাকা আসমান,সেত আজ
লালস্যের নীলাদ্রি জহর!
ঝরে গেছে রক্ত গোলাপ অনাদরে ৷
অহমের কনক ফোয়ারা ফুটায়
বিম্ববিভ্রাটের নার্সিসাস ৷
অপরাজিতা হলো পরাজিত
কামার্ত বৃষের ইন্দ্রজালে ৷
পাপীষ্ঠা নিয়তি শুধুই শুনে যায়
দৈবের লীলার নামে
ঈগল-মরালের মিথ ৷
পড়ে থাকে লাল ভালবাসারও অন্তরালে
শুকনো গাঁদার দীর্ঘশ্বাস!
পতি বনে উপপতি নষ্টামীরও অন্দরে!
অর্ধ-অবিনশ্বরের অস্তিত্বে,প্রতিশোধের
হুংকারে পাতালে কেঁপে উঠে মেকি
দেবত্বেরও পলকা কুরসী!
লুটে নিল তব সতীত্বের কান্না
হার্মাদ সেন্টরে!
খসে পড়ে মৃগয়া নয়ন মৃত্যুরও সর্বনামে
বিস্মীৃতির ময়ূর পুচ্ছে!