আমি আমাকে দেখছি,তবে তোমাকে ভুলিনি ৷
যেখানে আকাশটা দূর দিগন্তে মিশে আছে ;
শঙ্কার পর্দাটা তুলে,মঙ্গল   প্রদীপ      জ্বেলে
হাতে রেখেছি হাত এক তোড়া বেলী  ফুলে ৷
আইভি লতাটা জড়িয়ে ধরেছে আবেগে কাঁটা-
গোলাপের ডাল শুধুই ভালবাসার   বিশ্বাসে ৷
নির্বাক সব সমবেদনারা এবার কথা বল ,
গাঁথ মাল্য চিত্তজিতের বীনিসুতোয় একে-একে
বহুজনে;ভিতর-বাহিরে , আপনও - পরে ৷
রাতের ধোঁয়াশায় হারায় রূঢ় পেঁচা, দিনেরও
সীমানার এক সপাট একগুঁয়েমিতে ৷
হে অনিশ্চয়তারা,ফিরায়ওনা মুখ অস্পৃৃশ্যতার
দুর্বলতায় ৷ হায় আগ্রাসী ফনীমনসা!কাঁটার
আঘাতে-আঘাতে আর কতকাল ক্ষরাবে এই
নিষিদ্ধ বুক হতে হতাশার দহন  রস !
ঝিনুকে সুপ্ত শুভ্র শুক্তির আজি হবে শুভমুক্তি,
আমার আমিতে যখন তোমার আমি ৷