আমি বসন্ত দেখেছি ৷
সবুজ চারণে যখন ঝরে পড়ে লিলাক,
বনতলেরও প্রশান্ত সোনালী রবি করে;
হে প্রিয়া,একেছি শুধুই তোমার
মুক্তা ঝরা হাসি ৷
মেঘ হয়ে কেন মিশতে পারিনি ঐ আসমানে!
হয়তবা হতে পারিনি এখনও
তোমারি চোখের এই আমি ৷
মিলিয়েছি গলা তব কলকন্ঠ সনে
ক্ষণিকেরও এই নষ্ট ক্ষণে ৷
হায়াসিন্থ ভরা প্রাণ্তরে দেখেছি
শুধুই নীলাদ্রি ক্যানভাস ৷
দেখিনিত তব দুঃখেরও দহন ৷
খোলা প্রাণ্তরে কথা বলেছিল চপলা বাতাস;
সায় দেইনি ৷
কেঁদেছিল বৃষ্টি বিষণ্ণ রাতে;
জড়িয়ে ধরিনি ৷
হে মোর সঙ্গ পিয়াসী সখা,
ভালবাসারও পূর্ণতায় তুলেছিলে উদার দুটি হাত ৷
আমি নিষ্ঠুর,কিলকাঘাতে-ঘাতে নিঃস্পৃহ মর্মরে
খোদেছি কেবল আফ্রোদিতিরও প্রতীমা!
শান্ত গাঙে যখন উঠিল তুফান;
হে দুঃখিনী,আমিত তোকে বুঝিনি!