শিবলিঙ্গের আরাধনায় যখন
কামারও রতী ,
লেগে থাকে দেবদাসীরও বসনে
গনিকালয়ের মাটি ৷


অপ্রত্যাশিত অস্তিত্ব লেখে
উদরেরও তিন আঁধারে ;
পাঁচমাসেরও রোজনামোচা
এই নষ্ট পৃথিবীরও অলক্ষ্যে ৷


হৃদ আলিন্দে ফুটে রক্তগোলাপ
নিষিদ্ধ নীল চোখে ৷
জাপটে ধরে যুগল বাবুই ভালবাসায়
এক ক্ষণজন্মা আবেগে !


ঢাকা থাকে শত ফোকর
প্রেমদূষণেরও ধূসরে ৷
জারী করে মৃত্যুরও পরোয়ানা
শ্রবণাতীত সংকেত নিঃস্পৃহে ৷


চাপা পড়া বীজের সুপ্তিতে
আর কি দোষ ?
আত্মবিভোরী হলুদ বসন্তে
যখন শুধুই ফুটে স্বার্থান্ধ নার্গিস !


কেড়ে নিলো শুধু গন্ধ মদিরা
চপলা বাতাসে ৷
ঝরে পড়ে মলিনও প্রসূন
অবহেলারও পদতলে !


কাঁদে যখন পাপেরও নিষ্পাপ
বর্জেরও ভাগাড়ে ,
কম্পিত হাত লুকায় পরিচয়
রাতেরও ঘোমটে ৷