লিলিরও ক্রন্দন,কর্কট নিশি!
কোথায় থেমিস?কোথায় পিতলা অসি!?
নুয়ে গেছে জারবেরা ড্রাগনের গর্জনে!
শয়তান গোল্ডফিশে,সিজিলের তর্জনে ৷
মৃগেন্দ্রের উচ্ছিষ্ট যাজকের উপাচার ;
কাল হাতের আতাতে ভুল-লীলা একাকার!
পোড় খাওয়া মাটিরও বেদী,সোপান ঈশ্বরে ৷
অর্ধ স্বর্গে আর অর্ধ আঁধারে ৷
নীল ডেইজীর আশির্বাদ,উথ্থান মুকুটের ৷
দাক্ষিনার মযেযাতে শব্দ হারা কলমের ৷
প্রায়শ্চিত্তের নাম ফাঁস,চন্দ্রমল্লিকারা শোকে!
দৃষ্টিরা হল আন্ধা ঈগলের ঠোকরে!
ভোগ যত মনিবের,পাপ সব গোলামের ৷
দৈবের দিব্যে,ত্রাতা ঊর্ধ্বে বিচারের!