আজো ফুটেনি বেগুনি জবাটা ৷
তাজের কোহিনূরে মাতঙ্গের চোখ ৷
পাল তুলে স্বর্ন উপকূলে
রাজার পতাকা সন্তত্রয়ীর নামে ৷
অভিশপ্ত ত্রিভুজে বন্দী সাভানার মুক্তি ৷
চিনির দানা আওড়ায় স্মৃতি কৃষ্ণ দীর্ঘশ্বাসের ৷
মাতাল হলুদ নদী আফিমের গন্ধে ৷
হলো অবাধ্য অমৃতসর
একতাল ছিন্নবিন্ন মাংসপিন্ড!
নীল অহমের কেশরী আঁচড়ে
ক্ষত-বিক্ষত মেদিনী ৷
আপনা প্রাচুর্যে মাতা শাপদের আহার ৷
অনধিকার ছো মারে যেন দস্যু পাখি ৷
সিনাইয়ের গলা টিপে ধরে
বুভুক্ষু রাক্ষস সভ্যতার নামে ৷
প্রভু সাজায় অন্নপূর্ণার দানে
বারুদ পূজার নৈবদ্য ধ্বংসের কুরুপরবে ৷
গৃধ্র আনে দুর্ভিক্ষের পয়গাম;
মৃত্যুর শেষ নিঃশ্বাস লাগে অস্থিচর্মসার গতরে ৷
বন্ধ যখন নরকের দার ক্ষণিকেরও তরে
ইশারায় থেনাটোজের;
রক্তরেখায় শোকের মাতাম!
ফেলে আসা কালাপানির ইতিহাস;
অবুঝ গোলামী ভুলেছ কি তবে?