ফনীমনসার বনে আজ       উলুর চাষ!
হলুদ প্রসূনের মায়াবী            ছলনায়
আর কতকাল গুপ্ত রইবে    চন্দ্রবোড়ার
বিষ ছোবলের ডেরা?       দুষ্টের দমন
সেত আজ নিরীহ ফুলঝুরির   প্রাণেরও
বলি!দোসরের নামে          মৃৃৃত্তিকারও
উদারতা ভেদ করে       বেরিয়ে আসে
বুভুক্ষু পঙ্গপালের ঝাঁক ৷  কন্টক রাজ্যে
লেগেছে যখন আগাছা নিড়াণীর    ধূম!
হায় অবলা হট-টি-টি!নিজেরও বর্তমান
হারাবে না অনাগত ভবিষ্যৎ!?      রাম
গুইয়ের দৃৃৃষ্টি পড়েছে আজ     শান্তিরও
নীড়ে!চাঁদ দেখবেনা;  এখন অমাবস্যা!
বৃৃৃৃষ্টি কাঁদবেনা;আসমান     নীল শোকে
পাথর!ঝড় বইবেনা;        ছেড়া পালে
লেগেছে তব অর্শ্ব অক্ষাংশের অভিশাপ!
কলম ভুলেছে সত্য লিখতে!      চাবুক
চাপড়ানো নাঙা পিঠে          আজ ছাল
ছাড়ানো অধিকার!জবা রঙা রক্ত রেখে
যায় ধূসরও জমিনে ছাপ;       মুষ্টিবদ্ধ
দ্রোহের নাম যখন মৃৃৃৃত্যু! কড়া পরা দুটি
হাত কার কাছে চাইবে ফরিয়াদ?সে কি
শুধুই শতাব্দান্তরে দৃৃৃৃষ্ট হ্যালীর ধূমকেতু?