ভাঙবে না  যখন   ইয়ুংথামেরও  নিদ
         মধুসখারও গীতে ,
ঢেকে  রবে  পুষ্পশয্যারও   উপত্যকা
        তুষার মৌনি ধ্যানে ৷
বুনবে  নীরবতা বারুণীরও শেষ পরত
       কঠিন চিবরেরও রাতে ৷
অমিতাভি   পুলক   দেখবে   কপোত
     তিমিরও বিদারী জ্যোতিতে ৷
উবে    যাবে    প্রশ্নেরও   নীল   বিষ
         তুরেরও প্রজ্বলনে ৷
পড়বে  তব   গোলামেরও   নাঙা পদ
         শিশির সিক্ত ঘাসে ৷
উগরাবে   সময়   দিবসে  ঠাসা  বছর
          নির্মোহ বৈরাগ্যে ৷
সুবাস   ছড়াবে     অপাংক্তেয়   লিলি
        লোকনাথেরও মাঠে ৷
তুলবে না ঢেউ খাগড়া বনেরও বাতাস
         টিটিকাকারও জলে ৷
হারাবে     স্রোত     অবাধ্য    তটিনী
         মুক্তিরও নম শীরে ৷
তোলা  থাক  যত  হার-জিতেরও রায়
         তর্কেরও ভস্মাধারে ৷
ভরে যাবে শূন্যতা আজ কানায়-কানায়
       প্রশান্তিরও স্মিত হাস্যে ৷