মাখে   হিমেলও    বাতাস  সপ্তপর্ণী সুগন্ধী ,
অবসন্ন রক্তিমও গোধূলি ৷
তপনও হারা  শুকতারাটা  মায়াবিনী   সাঁজে
জাজ্বল্যমান       সেঁজুতি ৷


গাহে   মোদকে   ভ্রমর   ঝাকড়া  চন্দ্রাতপে
প্রেমমোহিনী         গীতি ৷
পড়ে    প্রতিক্ষাত   বিটপী   নীল  আসমানে
শুভ্র       মেঘেরও   চিঠি ৷


বাজায়   ডিমিতির  কর্নোকপিয়া   নিষ্ফলায়
ঐশ্বর্যেরও      আশীর্বাদে ৷
মরা    কার্তৃক    সাজে    প্রাণেরও প্রতীকে
শ্যামলী     থোকা  ফুলে ৷


আওড়ায়    যেন   সুবাস   সম্মোহনী    মন্ত্র
আঁধারেরও     কালরাতে ৷
পক্ষলও    পাতা    তব   শয়তানেরও  হাত
আতঙ্কেরও কর্কট  প্রহরে ৷


ঝরেছিল    যখন   দুধকষ   ধূসরাঙ্গ   বুকে
রুষ্ট্র ভাদরেরও   আঁচড়ে ৷
জেগেছিল বোধ অবোধেরও খোলস মোচনে
নির্বাণেরও শুচি স্পন্দনে ৷


হাতেখড়ি শুরু  যেথায় শ্বেতকাঠেরও ফলকে
বর্ণেশ্বরীরও পবিত্র নামে ৷
খুলে  যায় অন্তরেরও চক্ষু শান্তির নিকেতনে
ছাতিম   ছায়ারও  তলে ৷