জমেছিল পাপ পাপেরও পরে
কৃষ্ণপাথরে ৷
দিয়েছিল সাক্ষ্য আঁধারের
প্রস্তরে পিষ্ট কন্যা নিষ্পাপ!
যপেছিল ভাইপার নরকের মন্ত্র
রক্তের বদলার নামে ৷
কেঁদেছিল রুক্ষ্ণ ফারানে
নিপীড়িত মানবতা
দুই জাবালের মাজে ৷
হয়েছিল হত অহমী রদনী
মামুলি আবাবিলে ৷
বেরিয়েছিল হাহাকার ফুঁড়ে
আলোরও আলো;
শূন্যেরও আগের,
প্রজন্ম হতে প্রজন্মান্তরের ৷
ফুটেছিল বলে মুরুরও গোলাপ
চৌদ্দশত বছর আগে ৷