ডাকিছে      নশ্বর     আজ    অনন্তেরও    পানে ;
ক্রীতদাসেরও      মুখে      বুলবুলিরও      সুরে ৷
হারায়     ছন্দ     মহাকাব্য     শ্রেষ্ঠতম    গীতে ৷
রোজ     কেয়ামত    সাক্ষী    সুগ্রীবেরও    তরে ৷
পড়েছে   যখন   শয়তানী   পলক   নষ্ট   ফাগুনে ,
পুড়বে  তব  পাপ  অগনন অনুশোচনারও আগুনে ৷
সরে   যায়   আড়াল   জালর  ফাতিমারও  হাতে ;
নত   হলো    শীর     যখন    কুরসীরও    তলে ৷
খুলে   যায়   সাত    আসমান    উনিশ    স্তবকে ৷
অশ্রু    ফুটায়     এন্থুরিয়াম     পুঁতিগন্ধী    পঙ্কে ৷
দেখেছিল সহচর বিশ্বাসেরও সারমর্ম সবুজ  স্বপ্নে ;
যেন শব্দজোড় ছুড়ে বোধিশর  এডারেরও   চোখে ৷
অসীলা       শুধু       ঐ       নামেরও       সানে ,
মিলিয়েছিল  যে  হস্ত যুগল  হিরণেরও আরাফাতে ৷
অদৃষ্টেরও    দৃষ্টি     লভে     ক্ষণভঙ্গুর     অস্তিত্ব ৷
পাপেরও নিপাতে হলো  মহিয়ান  নরাধম  পাপিষ্ঠ ৷
জওয়াবে পূণ্যতম কদম বর্জ্র বিস্ফোরিত সওয়ালে ;
অন্তর   যখন     কাবা      আরশেরও     ছায়াতে ৷
ছড়ালো     যে     সুভাষ     স্বর্গেরও     রায়হানে ;
ভেঙে গেছে নিদ  তব  আলো-আঁধারীরও  প্রভেদে ৷