দেখেছিল স্বপন রঙেরও মানুষ;
নুয়ে গেছে তরু, ঝরিছে মোহর ৷
হায় তিন পাতারও রাজ্য!
প্রশান্তিময় চুমুকে-চুমুকে
যখন প্রবঞ্চিত রক্ত-ঘামের ফরিয়াদ!
উল্টানো নিয়তি কি আজ
তব শুধুই দিব্যান্ধ বাদুড়?
শতাব্দীর ইতিহাস লেখে
রক্তচোষা জোঁক ৷
বেঁধেছে নীড় অবলা কপোত
ফনীমনসার কাঁটাঝোপে ৷
খাবি খাওয়া দুঃখগুলো কাতরায়,
নর্দমায় বন্দী তেলাপিয়ার মত ৷
করতলে পেষা পাতিছানা
মেটায় উদরের দাবি ৷
পঞ্চপ্রজন্ম যে মাটিতে পোঁতা ৷
হাঁড়িয়ায় যবনিকা,
ভুলে থাকার নাম যখন ক্ষনিকেরও তন্দ্রা ৷