দুই চোখ আজ নিশাচরে ৷
গাঁথে মালা রাত তারারও ফুলে ৷
মৃত্যু রেখেছে হাত স্বপ্নেরও কাঁধে ৷
বেঁচে আছি তবু চেয়ে থাকারও সুখে ৷
গানের কোরাস হারায় পাখি ৷
কেন ফুটালিরে গোলাপ কৃষ্ণেরও বাঁশি?
আবৃত কুয়াশায় ভুলা কি যায় ব্যথা!
প্রজাপতিরও খোঁজে কাঙাল ভালবাসা ৷
আগুন দিয়েছিল চুমো ভঙ্গুরও প্রতীমায়!
নশ্বর মিশেছিল বলে অমরত্বের এম্ব্রোসিয়ায় ৷
ফেরারী সময়রা সব স্বর্গ-মর্তের মাজ ৷
কাঁদরে নদী কাঁদ, দুঃখ ধরেছে এসরাজ!