দুই মাথার সোনালী ঈগল , ভূষণে মুকুট,
বাম হাতেতে নিষ্পাপের রক্ত,দক্ষিনেতে ধুপ ৷
অন্তরীত হলো বলি দৈবেরও ফাঁপরে ৷
প্রতিবাদে যখন উঠিল হাত,সুখ যত ট্রিগারে!
অসভ্যের গলা সাধে অধিকারের মুখ ৷
নিজ ভূমে পরবাসি,বুনো পশ্চিমেতে মাথা ঠুক!
রংধনু হারালো রঙ,এক চোখে দৃষ্টি ফিকে ৷
কোকিলা হলো অস্পৃশ্য প্রসূন হারা শীতে!
উঁকি মারে অন্দরে দ্বন্দ-সন্দেহ সদা,
নাকাল পথের দাবি,তেড়ে আসে দান্ডা!
জোঁক সদা শুষে খুন,উচ্ছিষ্টেতে তর্ক শকুন-শৃগালে,
পড়ে থাকে হাহাকার শূণ্যতা আঁকড়ে!
গোধূলীর লালীমায় ভয় দেখে মৃত্যু,
কলমরা সব হলো গুপ্ত,ঝড় যদি উঠে কভু!