ফিরে আস ধূসরে;বিরহের রাত আর
হিরণের দিন সব পেছনে      ফেলে ৷
নিপাত হোক যত চরমও বন্ধুরে নাগ
ফুল দেখার খায়েশ ৷ নয়       কলসী
তরুর বিপাক গহবরে অস্তিত্ব গলানো
জারক রসে,আটকে পড়া     অসহায়
মধুপের মত হাল ছেড়ে পড়ে  থাকা ৷
সরোবরের গ্লানিতে আমাজন শাপলা
যাক না চলে অভিমানে     অধরারও
জল তলে ৷ তবুওত জেগে থাকে পদ্ম-
কানদুলি;বিস্নয়েরও চোখে    পবনও
দোলের প্রজাপতি নৃৃত্যে ৷    আশারা
গিয়েছিল সব ভূস্বর্গেরও নীল  হ্রদে ;
আপেলের কুঞ্জে-কুঞ্জে পরিণামে পেল
শুধুই ফিকে হয়ে আসা        বিজিত
লালেরও বেদনা!তবুও   বারে-বারে
কেন হতাশার ক্ষণভঙ্গুর        প্রাচীর
অবাঞ্ছিত আসাম লতায়-লতায় ছেয়ে
যাওয়া?অনিশ্চয়তার ধূসর   মাটিতে
সত্যের মন্ত্র যখন উদগ্র বর্ষায় ফুটায়
বৃৃৃষ্টি লিলি ৷ আর নয়,হয় সাদা   নয়
কালোর নিশ্চিত অভীলাষের  মিথ্যার
ফাঁদে আটকে থাকা;সুবেহ প্রভাতে
যখন শেষ হতে শুরু করেছি
আবারও পথচলার সম্প্রসারণ ৷