হায় ছলনাময়ী রক্তগোলাপ!
আক্রোশে ওথেলোর হাত
টিপে ধরে ভালবাসারও গলা
অবিশ্বাসে!
মারে ছোবল কালকেউটে
বিরূপ বিপ্রতীপে!
কাক পুঁতে কাকের লাশ আতঙ্কে
সর্বধারণী মৃত্তিকায়!
সোনালী ধেনুরও বিসর্জনে
যখন ফুটেনা শবের ফুল,
উত্তরহীন প্রশ্নরা হাতড়ায়
সময়েরও অন্ধকার পরতে-পরতে ৷
গোর গিলে খায় নশ্বর অস্তিত্ব ৷
চাপা পড়ে দুঃসহ স্মৃতিঅতীত
ধুলোমলিন অসমাপ্তে ৷
ঘোরপাক খায় বারে-বারে
নাছোড়বান্দা সত্য,
হতচ্ছাড়া মিথ্যারও গোলকধাঁধায় ৷
কথা কয় নিস্তব্ধ ফরিয়াদ
আলামতেরও অবশেষে ৷
অন্দরেরও অন্দরের কাঠগড়ায়
জবানবন্দী দেয় অনুশোচনা ৷
ফুটে ড্যাফোডিল
ধোঁয়াশারও কুজ্বটিকায়;
আলোরও অতন্দ্র তালাশে ৷