তিন আঁধার বুনেছে নার্সিসাসের বীজ ৷
চিচিং ফাঁকের গুপ্ত সংকীর্ণতায় শুধুই
অতৃপ্ত ইকোর হৃদয়বিদারী হাহাকার!
গরীমা আঁকে অধরা পূর্ণ চাঁদে
আত্মসম্মোহনের প্রতিকৃতি ৷
অবহেলা দুমড়ে-মুচড়ে ছুড়ে মারে
নিঃসঙ্গ শৈশব!
ঐশ্বর্যের কর্ণোকপিয়াতে যখন
বন্ধ্যাত্বের অভিশাপ,
ফুটেছে অর্কিড হতাশারও কন্টকিত ধূসরে;
দেবকির অস্তিত্বের স্মারক হয়ে
রোহিনীর জঠরে!
লক্ষ্মী প্রসবে অনাগত ভবিষ্যত পন্যের নামে;
সবুজ চোখা ইশারাতে,
উপড়ে যায় লিলির ভালবাসা অন্ধ বিচারে!