খুলে গেছে অরকার দ্বার ৷
ক্যালেন্ডুলার চোখে যখন
বিষণ্ণ রক্ত ম্যাপল ৷
হায় শীতেরও ডাইনী!
জেনাসের দিব্যি কি আজ
শুধুই হাইড্রার নিশ্বাস!?
গুলবাগেরও ডেইজি!
সেতো আফ্রোদিতির ভাঙা হাত!
মলিন স্মৃতিরা গড়ে বীরত্বের চত্ত্বরে
মুমূর্ষু প্রৌঢ়ত্বের ভাস্কর্য ৷
হাওয়ানজালা হারায় স্বর্গের কান্ড,
মর্ত শাখের আত্মভোগী পরবে ৷
যন্ত্রনাবিদ্ধ ভালোবাসার
নির্বোধ প্রলাপ,
রুক্ষ একাকিত্বের নিষ্ঠুর শরাঘাতে!
কুঁকড়ে যায় অতৃপ্ত আকাঙ্খারা
অচ্ছুত নিস্পৃহ খোলসে!
সাক্ষ্য দেয় আকাশগঙ্গা;
উত্তরীয় ছায়া আর দক্ষিনা আলোর
বিচ্ছেদি নিস্তব্ধ নবমীর দুঃখিনী রাতের ৷
হলো অভিশপ্ত দ্বিতীয় নিষ্পাপ ৷
ছুড়ে ফেলে অন্ধ আলিন্দ
মিলনেরও হিরণ পদ্য
অনুভূতীহারা বিস্মীৃতিরও ধূসরে!