আসমানের সমাপ্তি মিশে গেছে ধ্বংসে ৷
স্টারলিংটা বন্ধ করেছে কিচির-মিচির ৷
অন্ধবিশ্বাসে থমকে আছে ঘড়ির কাঁটা ৷
নীল জমিনে বিকৃত আনন্দে উল্টে গেছে
উথ্থিত বৃদ্ধাঙ্গুল;
নৃশংসতার কাছে পরাজিত গ্ল্যাডিয়টরের
শেষ নিঃশ্বাসে!
সূর্যোদয়ের আশা!সেত আরব্যরজনীর
কল্পনার বেসাতি!
মহাজাগতিকের দৃষ্টিরা সব ঝাপসা;
রক্ত যখন হোলি উৎসবের রং!
মিথ্যার স্মৃতিকাতরতায় শুধুই
অচল তরণীর গুজব ৷
চিনির রাজ্যে তর্জনী তাক করে
থাকে আঙ্কেল স্যাম!
ফিরিঙ্গীর জলা কুত্তার শোকে
আনত ল্যাভেন্ডার!
ধোঁয়াশার কানা গলির হলুদ বালকের গালি
ভুলিয়ে রাখে চন্দ্রমল্লিকার শোক ৷
শদান্তিকের আত্মরক্ষা!সেত শুধুই আজ
নিরীহ শশক হননের ম্যান্ডেট!
অর্ধমানবের শবযাত্রায় হায়নারা করে উল্লাস;
একোনাইটের অভিশাপে
যখন জ্বলসে গেছে বিবেক!