হারিয়ে    যায়      স্বপ্নগুলো    কালো       ধোঁয়ায়
             অগ্নিরও এক ফুৎকারে ৷
আঁকড়ে    ধরে    সাত     জিহবা       কৃৃষ্ণডালিয়া
            গতর জ্বলসানো আক্রোশে !
রাতযোনীতে হামাগুড়ি  দিয়েছিল  যবে   প্রথম মৃত্যু
              অমরত্বেরও   ধোকায় ;
নাশেরও     মন্ত্র       আওড়ায়     কাস্তেধরা   হাত
            শেষ নিঃশ্বাসেরও প্রতীক্ষায় !
ঢাকা      থাকে       কুয়াশায়    জীবনেরও    চোখ
                ধ্বংসেরও   প্রত্যয়নে ৷
খসে     পড়ে       পাতা       সিদ্দাতুলও মুনতাহার
             হৃদস্পন্দনেরও  অগোচরে ৷
গিলে      চলে     তারা      মৃত্যুরও   অতৃপ্ত  ক্ষুধা
               কান্নারও বিষাদ রোলে !
পড়ে     থাকে    শুধু   অন্তরীত   আশা     হতাশায়
              প্যান্ডোরারও অপয়া বাক্সে ৷
ছুটায়     হাদেস    মলিনও  ঘোটক     বেপরোয়ায়
                জুদা  সিংহেরও  ডাকে ৷
আশ্রয়    তালাশে    ত্রিদিবও  ত্যাগী  চিতা    হন্যে
                পাতালেরও  নষ্ট  নবমে ৷
পড়েছে  চন্দ্রমল্লিকারও  চুমো   ইজানামীরও জঠরে
               শোকেরও  বিরহী  কীর্তনে !
নিভে        আসে      আবার     জ্বলন্ত     আটখন্ড
          সময়েরও   স্মৃতিভুলানী   খেয়ালে ৷