বিরতি যখন টানে যতি, ইথারে নৃত্য তিন পরীর ৷
দেখায় সার্কাস বাজিকর, নীল ফুলে প্রজাপতির ৷
অস্থিরা অভিসার! যেন মেটাডোরের ষাঁড়!
খসে পড়ে এস্টার, অপ্রয়োজন বনে ভাঁড় ৷
পঞ্চ ইন্দ্রিয় বন্দি, ফেরি করে তুষ্টি ৷
হিপনোসের আর্তি! হলো নির্ঘুম রাত্রি!
ব্যস্ত তর্জনী মরীচিকার মিথ্যে ৷
ক্লান্ত বিগোনিয়া, আন্তাকসারি গীতে ৷
গুজবের বিষকথা ঢিল ছুড়ে আঁধারে ৷
ধ্বংসের ভিসুভিয়াস অগ্নির ফোয়ারে!
ক্ষণিকেরও পলক আজি কুবেরেরও ধন ৷
লালস্যের ফ্যান্টোম আওড়ায় মন্ত্র সম্মোহন ৷
চিচিং ফাঁকের তেলেসমাতি! পালায় চল্লিশ চোর!
খচিত যে হার্মাদের তাজে লুটের কোহিনূর ৷