জেগেছে প্রেমেরেও রাগ বাসন্তী নীল চোখে ৷
চুমো দেয় আসমান প্রিয়ারও কম্পিত ঠোঁটে ৷
শুয়ে থাকে রাধা পথটা নিলীমা বসনে ৷
কামনার কৃষ্ণচূড়া আজ রক্তিম আগুনে ৷
জ্বলসে যাক না চন্দনেরও রাজ্য ড্রাগন রোষে !
ভালবাসা রচিবে যুগল হাত চিরলপাতারও আষাঢ়ে ৷
রাতুল হলো জুলোর নদী বিবাদেরও খুমে-খুমে ৷
সপে যায় শোক বিষাদেরও ফুলগুচ্ছ উর্বশী ফাগুনে৷
মর্ত যখন কাতর নীলকন্ঠ বাসুকীরও বিষে ,
উৎসবে মাতে সীডারেরও নগর ইনকা নীলাম্ভরে ৷
নাঙা যে বিটপী বাতাসি মদিরায় ;
গুলমোহরের হাসি নীলাদ্রি চূড়ায় ৷
ফুটে জ্যাকারান্ডা তব মধুসখারও গীতে ,
দোল খায় দুল যেন প্রেয়সিনী চৈতালীরও কানে ৷