জাগো!জাগো বসন্ত বিদ্রোহে!
বাসা বেঁধেছে নাদান ঈগল
সবুজ গম্বুজের দেশে;
শ্বেত পারাবতের চোখ উপড়াবে বলে!
তেরবর্গী হানা দেয় দক্ষিনী আশির্বাদে ৷
অনিশ্চিত গন্তব্য দেখে
শীর্ণ যবের শীষে পঙ্গপালের ঝাঁক ৷
আঁকে প্রতিশোধ রক্তগঙ্গা
শামেরও হরিৎ ক্যানভাসে;
তেল-বারুদের করমর্দনের আশ্বাসে ৷
বুলবুল গেয়েছিল বলে সাম্যের গান
আশার মুরুদ্যানে;
ছিন্ন-বিন্ন একশ একতম পাতা
গর্গন আক্রোশে!
আলোর জীজ্ঞাসায় কান পাতে
ট্রোজানের ঘোড়া!
পঞ্চদন্ডের রায় শুনে চিরতা সত্য ৷
রুক্ষ ঊষরে রেখে যায় অশান্ত সায়মুম;
সর্প পর্বতের অঙ্গবিচ্ছেদের স্মারক!
কালো ঈশ্বর চেপেছে যখন
ধ্বংসের মাতঙ্গে ,
তবু কেন আজি নীরব বসন্ত;
ফুঁসে উঠো আবারো দ্রোহে!?