যেখানে নামে জ্যোৎস্না প্রবাল সঙ্গমেরও হিরনে ;
মাতে নোনাজলে জল প্রজাপতি রংধনুরও রঙে ৷
খুবলায় শৈবাল টিয়ামুখো মীন ডুগংয়েরও চারনে ৷
জাগায় ক্ষুদেকীট প্রণেরও স্পন্দন প্রস্তরীভূত চকে ৷
আঁকড়ে ধরে ভোর পবনেরও বুক বাসন্তী আবেশে ৷
হারায় করাল ভয়ংকর সুন্দরে রক্তেরও আবীরে!
নীলাঙ্গুরী পরে সমুদ্রবধূ ভূ-গর্ভেরও তপ্ত লোহিতে !
ডাকে ক্রাকান ঘূর্নিরও নিনাদে বিষন্ন বারিষে ৷
তাকিয়ে থাকে ব্রক্ষ্মান্ড যেন নীল নয়নারও পানে ৷
সেজেছিল রাত মহাপ্রলয়ে ধরনী ছেড়া টিপে ৷
বাজায় টাইটান ধ্বংসশিঙ্গা সভ্যতারও বিষবাষ্পে ;
কন্টক মুকুটের অভিশাপ আজ সিন্ধুরও গুলবাগে !