মুছে গেছে নীল,এসেছে নিশি ৷
ডাকছে পেঁচক,ঝরেছে লিলি ৷
রক্তগোলাপের ভালবাসা ভুলে,
হারালো ঘুঘু নিঃসীম তিমিরে ৷
ঈর্ষায় চৌচির নিষ্প্রভ মেদিনী,
মারবে ছোবল সর্প নাগিনী !
আকাঙ্খা যেন তপ্ত আগুন,
ভস্ন করল রঙিলা ফাগুন!
লিপ্সা যে আজ খরস্রোতা নদী,
আপেল হল নয়ন মনি!
মৃগেন্দ্র হুংকারে রোষ মিশে,
বাঁশ কোড়ল হল মৃত্যুশূলে!
আলস্য যে শম্ভুক গতি,
পেটের পূজা বরাহমতি ৷
শুধুই দম্ভ বজ্র নিনাদি,
ধ্বংস নামায় নৃত্যে কলাপী!