কক্কুট খুপচিত গিঞ্জিত জীবনে,মায়ার সুতায় শিকড়ের টানে ৷
নীলের রাজ্যে কীটের বসতি,তবুও স্বপ্ন অগ্নিমুখী ৷
চরাচরের তরঙ্গ উত্তালে,জীবনে ডুবায় জীবন ৷
অচলেরও পরের চলে,ঘোলা ঘূর্ণিরও এক মোঁচড়ে ৷
জেগে উঠেছে অতলা তলের,ধ্বংস ক্ষুধায় গাঙের
দেও !
প্রবাহিনীর রুদ্ররোষ পড়েছে যখন মৃৃৃৃতেরও বুকে !
অষ্টপদী জল সর্বনাশী, জীবন গিলে একে-একে !
নিমজ্জমান বাঁচার আর্তি,জলেডুবা খড়কুটো ৷
শেষ নিঃশ্বাসেরও বুদ-বুদ মালা,ফেনিলও পৃৃৃষ্ঠে ফুটায় বেদনার ফুল !
পলকা চিতিয়া!তবুওত ভেসে যাওয়া!
মরা মাছ!তাওত দামে বিকোয়!
নয় জেগে উঠা শতদলে!
ফুলে-ফেঁপে ভেসে উঠে,ক্ষনে-ক্ষনে মূল্যহীনা বিকৃৃৃৃত
নিথর!
শত কাপ্পায় ধরা দেয় না যখন নিষ্ঠুর নিখোঁজ ৷
এক লাশে এক পাঁঠা!খোদার মাল বলে কথা!
দমকা বাতাস বারে-বারে, দিয়ে যায় নাড়া ৷
আবারও কান্না!
তারপর নিঃশব্দে ভুলে যাওয়া ৷
নাটের গুরু লাগাম ছাড়া!
ব্যথিত চিত্তে বোবা হতভাগা!
সামনের আরেকটি বিয়োগান্তকের প্রতীক্ষা!