প্রজাপতিরা সব আজ এটেছে ককুনে,
উড়বেনা যখন আর ভাঁটেরও   গন্ধে ৷
বসন্ত সখা কুঞ্জ ছাড়া সুরেরও   নেশা
পাপ বলে!সোনালী স্বপ্নরা      পোঁতা
অঙ্গার দহে!দৃৃৃৃষ্টিরা হল মর্ম হারা  অষ্ট
বিম্ব বিভ্রাটে!মরে গেছে           মোর
সাধেরও ময়না,বিজনে         ছেড়েছি
তারে!আত্নারা বন্দী চিচিং   ফাঁকেরও
রাজ্যে;চারদিকে শুধুই শুনি  শাসানীর
প্রতিধ্বনি!অতৃৃৃৃপ্ত অগ্রজ       বাসনারা
যখন মুক্ত চিত্তের ঘাড়ের      সওয়ার    
হয়েছে আরব্য উপন্যাসের রক্ত চোখা
দৈত্য হয়ে!শখেরও গোর       খুঁড়েছি
হতাশারও আঁধারে!পিছুটানের সিঞ্চনে
জেগেছি আবারও জীবন্মৃৃত আমি;  যে
শুধু ফুটায় ফুল নিষ্ফলা এই ধরণীতে ৷