কে টানেরে আজ আমায় পিছে ?
কর্মরা সব খন্ডিত অবসরে;ক্লান্তিতে
মুদে আসে চোখ ৷ দিনেরও পিঠে,
রাতেরও নিদে;উল্টে যাচ্ছি আমি
সময়ের পাতা ধরে,একে-একে ধূলো
মলিন জীবনেরও ধূসর ক্যানভাসে ৷
স্মৃৃৃৃতিরা বাঁধে গীত কাতরও সুরে!
আলিন্দে-আলিন্দে জমা কত
ধ্বংসাবশেষ ৷ আজিকার এই রিক্ত
শীত কুয়াশায় লুকানো কতইনা
হারানো বসন্ত প্রিয়ার সনে গুলবাগের
হিরণও রাতের গান!হে খরতাপী
অতীত,তুমি কেন নামালে এই খাঁ-খাঁ
শূন্যতায় সর্বউজাড়ী শ্রাবনও ঢল!?
ছলনাময়ী কোকিলা,সেত আজ নয়
আর আমার ৷ হে কিউপিড,বাসি
বকুলের মত ঝরেছি,কিন্তু সুভাষ
হারাইনি ৷ তোমারি নামে যখন
পুঁতেছি মোর হৃৃৃদয়ও মাজারে কন্টিত
প্রসূণও কলম;শুধুই ভালবাসার তরে
যুগ হতে যুগে কেবলি এক রক্তলাল
গোলাপে,দেখে যাব বলে
হারানো প্রিয়ার বেলী ঝরা হাসি ৷