কাঁটারও আঘাত,
তবুওত গোলাপ ৷
চুমো দিয়েছিল
বলে আগুন
এক জমাট যন্ত্রনায়,
ভালোবাসা একেছিল
কাঙালমন বাসন্তী
রংয়ে ৷
রেখেছিনু চাপা
বিস্মৃতিরও ভস্মে
হায়াসিন্থের কান্না;
দেখেছিনু বলে
ঝড়েরও পরের আলো
ঘূর্ণিরও উতলা চোখে ৷
খোদিত যে মুক্তি
ব্যাথারও পাষাণে;
ধরেছিল গীতি
হারানো সুরে ৷
খুঁজেছিনু স্তম্ভিত আঁধারে
শুধু হিমাংশুরও মধুকথা
অস্তিত্বেরও অবশেষে ৷