তটে  আঁকে  পট   অশান্ত    অর্ণব  জলেরও  রঙে ৷
শয্যা পাতে নীল আসমান ঐ দূরদিগন্তেরও শিয়রে ৷
যেখানে  রাত্রি  প্রসবে  দিন আদিত্যকে ভালবেসে ,
লাগে আর্তিমিসের গোলাপী চুমু সাগরকলমি ফুলে ৷
শিষ দিয়ে যায় উদাসি বাতাস  পবনঝাউয়ের বনে ৷
দুলে   লতিকারও   সবুজ   পাতা  চপলা  লাবন্যে ৷
ছড়িয়ে  পড়ে  বেঁচে  থাকারও সুখেরা জলে ভেসে ;
মৃত্তিকা   আঁকড়ে  থাকে  তরু যেন মায়ারও ডোরে ৷
চোখ রাখে চোখে  ভরা কাটলেরও উতলা পূর্ণিমায় ;
মুক্তোখচিত সুপ্তির  অন্ধকার আজ ফেনিল শুদ্ধতায় ৷
আনে   বসন্ত    প্রাণেরও  ধারা  নিষ্প্রাণ  শূন্যতায় ৷
তাকিয়ে  থাকে  সিন্ধুতৃণ  যেন এক উদগ্র বাসনায় ৷