লৌকিক এই অলৌকিকে
জ্বলে লন্ঠন পবিত্র সাঁজে ৷
আদম সুরত ঐ পূবাকাশে;
ফেরারী মৃত্যুরা প্রাণেরও
সঞ্জীবনে ৷
মাকড় বুনে জাল হানাবাড়িতে ৷
কাঁদে স্মৃতি বিয়োগও বিরহে ৷
জাগে প্রেতেরও রাজ্য
কঙ্কাল নৃত্যে!
ধ্বংসেরও হুতাশনী করাল
নিঃশ্বাসে!
ডাইনীর কালো বিড়ালের ডাক!
গিলে খায় আলো বুভুক্ষু রাত!
ধড়হীনা শুভ্র রমনী লেখে
একশ একান্নটি নাম
গোরেরও এপিটাফে ৷
চোখ নির্ঘুম আত্মশোধনে;
নত মৃগেন্দ্র যখন
খর্জুরও পর্ণে ৷
দর্পন বনে ত্রিকালজ্ঞ ৷
দেখে কুমারী পতিরও বিম্ভ ৷
জাগে রক্তচোষা অতৃপ্ত অতীতে!
লুকায় জিন্দা নাশেরও মুখোশে ৷
নিষ্পাপ মুখের মলিনও হাতে ৷
অন্ন সওগাত আত্মারও স্মরণে ৷