হায় শিউলি হাসির বাঁকা চাঁদেরও হিরণ রাত!
কুয়াশার শোক আর কত দেখাবি দূর্বা   ভেজা
প্রভাতে!?সুখ সব যখন ছড়ায়           সুভাষ সোকেইজেরও কাগজের ফুল!বেলা শেষেরও
ঝরা গোলাপ কেন বারে-বারে জাগাস    সর্ব
সুখ প্রত্যাশী কুহুকেরও মিথ্যার       গুলবাগে
হারানোর আর্তনাদ?একাকীত্বরা সব  ফেরারী
হল আজ আত্নামরা বনস্পতিরও     খোরলে ৷
আলোরও ইর্ষায় দিবান্ধের ঝাঁক গগন শিরীষে
উল্টে ঝুলে থাকে মৃৃৃৃৃত্তিকায় পতিত    পরিপক্ক
দেবদারু ফলেরও অভিমানে!নীলাদ্রি শূণ্যতা,
শুভ্র মেঘ বালিকার লাবন্য হাসিতে আর কত
কাল লুকাবি বিষাদেরও        কালবৈশাখী!?
রক্তাক্ত গোধূলি যখন টানে     দিবা-নিশিরও
বিচ্ছেদ ৷ তবুও সুবেহ সাদিক            শেষে
দোয়েলেরও শিষ দেয়া ভোরে দুটি     অবুঝ
সমবেদনারও হাত বিচ্ছেদের ঝরা    বকুলে
একে-একে গাঁথে,                  আত্নউল্লাসে  
মিলনেরও                        আনন্দ মাল্য ৷