মন আজ শ্রাবনও আকাশ ৷
বিষন্নতারও কৃৃৃৃৃষ্ণবিবর গিলে খায়
ভরসারও শেষ স্নারক!
আশারও তারারা সব নিভু-নিভু ৷
আনন্দ!সেত ফেলে দেয়া ব্যাটারীর
ক্ষনিকেরও উবে যাওয়া নিশাদলীয়
উচ্ছ্বাস!
রসনারও বিলাস আজ জাভারও
গহীনের বনমানুষের স্বজাতি
ভক্ষণের আতংক!
সুখেরও প্রণয়!ডাকিনী ব্ল্যাক উইডোর
সনে ক্ষণিকেরও প্রেমশয্যায়
মৃৃৃৃত্যুর হিস্যা!
ডানা নুয়ে গেছে হলুদ প্রজাপতির !
রক্ত রঙ্গনে আজ তাতে তার কি ?
বাগানের গোলাপ বাগানে ঝরে,
বসন্ত ছাড়া শীত ডাইনীরও হিমে ৷
ইচ্ছারা সব মিইয়ে যাওয়া লজ্জাবতী!
স্বপ্ন ভঙ্গেরও অনুপ্ত বীজ,টিউলিপ কি
শুনবেনা আর কোকিলেরও গীতি ?
তৃৃৃপ্তিরও সংকট দলিত দূর্বা,ব্যর্থতারা
সব দিশারী হারা ৷
ভাঙা পাড়েরও দুঃখের উতলা নদী,
খসে পড়েছে যখন আত্নারও প্রবোধ;
তাই আজ সামনে দেখতে মানা !