ধরে থাকে আফ্রোদিতির হাত
এক থোকা আঙ্গুর ৷
দক্ষিণের অভিশপ্ত গান গায়
ধবল রাজ্যের তিন প্রেতাত্মা ৷
হা করে আছে যখন মনিবের মুখ
ইজিয়ান তীরে ৷
কালকেউটে নষ্ট নিয়মে
বিষাক্ত নীল পবিত্র বাতাস ৷
অন্তরীত উদাম পদতলে
গরম শেকা দেয় নরক সাহারা!
লাল হেরেমে কাঁদে উদ্বাস্তু দেবদাসী ৷
রক্তপণের মূল্য চুকায়
নতজানু ঘাম ৷
খোয়াড়ে বন্দী ভাগ্যে-ভাগ্যে আজ
শুধুই কারুনের কীর্তণ ৷
একদা ফুটেছিল যে আইরিস
রক্তাক্ত কানসাসে
মুক্তির অভিলাষে!
হায় কপাট ভাঙা বুসার হাত!
তবে কি আজ শুধুই
পাগলের প্রলাপ!?