নীল আসমান আজ বিষাদের সরোবর!
তবুও শুভ্র মেঘের ঠিকানায় চিঠি লেখি
প্রশান্ত শরতের কাছে ৷
কন্টকের খোঁচায় হোক না ক্ষত-বিক্ষত
দুটি হাত!
পরম ভালবাসাতে জড়িয়ে ধরি ক্যাকটাসেরও
মেরুণ ফুল,রচিব বলে ছন্দিত সুখেরও কবিতা!
উঠেছে ঘূর্ণিপাক দুঃখেরও সিন্ধুতে!
হাবু-ডুবু খায় প্রশ্নবিদ্ধ দ্বন্দরা নিঃস্পৃৃৃহ
ভাবলেশহীনতায়!
তবুও ধরেছি হাল বিশ্বাসকে সাক্ষী রেখে সরণ দ্বীপেরও অনুকূলে;স্বপ্নেরও স্বর্ণ গুলমোহর
বাগে আজও অধরা স্বর্গ বিহঙ্গ দেখব বলে ৷
নিকষ নিশুতি রাতে শুনি শুধু বাতাসের কথা ৷
দেখি জোনাকীর আলো,আর খন্ড-খন্ড তৃৃৃপ্তিরও
সিঞ্চিত বিন্দু-বিন্দু আনন্দে ভরাই হৃৃদয়েরও
খাঁ-খাঁ শূণ্যতা!
হে মোর প্রাণাধিক প্রিয়া,আরেকটি বার আসনা
চন্দ্রাবতী হয়ে;নিরেট-নিষ্ঠুর খাঁড়া শৈল প্রান্তে
বিসর্জনেরও শেষ ভোরে!
যখন বিরহ রচিবেনা আর নতুন কোন
বিয়োগাত্নক আখ্যান ৷