হায় গুলবাগেরও সাকুরা!রুষ্ট্র শীত!
প্রতীক্ষাত হিনামী!
নিলামের মাল কল্কির লক্ষ্ণী ;
আত্মায় মরা কৃষ্ণকলি!
মাছেরা ডুবলনা ;
অতৃপ্ত দৃষ্টি তবু সরোবরে!
হতাশারা নীল আসমানে ;
ঝটিঙ্গার মত বিহঙ্গ মোর লুটালনা মর্তে!
মনে লাগে গ্রহন ;
হিমাংশু ঐ হাসে কালো রাতে!
আবলুস অনুতাপে ক্রন্দসী উইলো ;
রাস্না কেন নুয়ায়না লাজে!?
পাঁঠার চোখ রক্তজবায় ;
কাঁচুলিত কায়া বালুঘড়ি!
উপকথারা সিনড্রেলার হাসি ;
কৃষ্ণসার বনে ডাইনী বুড়ি!
পরগাছায় বশ্য অরণ্যের মৃগেন্দ্র !
অন্ধকারের ক্যানভাসে আফ্রোদিতি ৷
মাগরেবের কিচ্ছায় শুধু হুর-পরী ;
পিতাভী আরাধনায় ডানা কাটা দেবী!
ছুড়ে কালি ময়ূর পুচ্ছে,
ওগো মোর বিধাতা শুধু খেয়ালি!
জ্বলসে সৃষ্টি রসায়নে ;
ছড়ায় দ্যুতি বার্বিডলের রাজ্যে!
পাংশুল বদন ;
নিষ্ঠুর বসন্ত তানে!
ভেষজ ফুটায় দর্শনে তারা ;
নয়নও যুগল সাওয়ারী ললাটে!
মিয়ানের ঐ সাভানা সুন্দরী,
"অবলা গলে আর কত অঙ্গুরী?"
দেখে যারে নরকের নবম স্বর্গ ;
পাদুকার খুপরীতে ফুটেছে তিন ইঞ্চি নলিনী!