তুষারের ঐ আকাশ দ্বীপে,
নন্দিত নরকেরও নিষিদ্ধ স্বর্গে ৷
রূপোর শহরে তিন ডলারে;
গান গেয়ে যায় নীল বিহগে ৷
নৃত্যে ঘোড়া, হলুদ ডোরায় ৷
তুষ্ট হস্তিনী লাখের সীমায় ৷
উরুকের আরাধনায় পবিত্র নষ্টামী!
লালের শহর, শুভ্র দাসি ৷
পঙ্কিলও উপত্যকায় কৃষ্ণ নদী ৷
হারালো জিয়ান, যশুয়া উদাসী!
টামার গর্ভে কর্কটের সংক্রান্তি ৷
বৈধতার তাকে ভ্রষ্ট তর্জনী ৷
নিষ্পাপ হন্তারক, জ্বলে মোমবাতি ৷
খুবলায় পাপ অজানা সমাধি ৷