পরিচিতা তুমি হারালে পরিচয়,জ্যাৎস্না রাতেরও
আকাশ টিপে ৷ অমাবস্যার দিনান্তর গ্রাসে একটু-
একটু করে হারায় পঞ্চদশী পূর্ণিমা ৷ পড়ে  থাকে
পরিচয় অস্তিত্বহীনা আঁধারে ৷ ঈর্ষান্বিত  দিনেরও
আলোরা আজ ছিড়ে টুকরো-টুকরো হয়ে যাওয়া  অন্ত মিলহীন অকবিতার ছন্নছাড়া পাতার    মত
লুটোপুটি খায় বেদনারও রুক্ষ্ণ বালুচরে ৷  হৃৃৃৃৃদয়ে
খোঁচা মারে বাবলার কাঁটা;অকৃৃৃৃৃত্রিম   বনস্পতির
সুখ মেরে খেল যখন পরাশ্রয়ী বট নির্লজ্জ আত্ন-
পরিচয়ের বেনামে ৷ হৃৃৃত আশারা হারায় ভুলেরও
অতল গহিনে;এই অতৃৃৃপ্ত সময়ের      গর্ভপাতে ৷
ভূষণের ঘূর্ণিতে আত্নার জিজ্ঞাসা কেবলি   ডুবে
আর খাবি খায়!ভিতর-বাহিরের         বিচ্ছেদে,
সম্পর্করা আজ,বিদ্যুৎপৃৃৃৃষ্ট মৃৃৃৃত বাদুরের মত ঝুলে    থাকে নিঃসঙ্গতারও নীল সীমানায় ৷    পুঞ্জীভূত
দুঃখের কান্না, সেত শুচি-শুদ্ধতার ৷ প্রস্থান শোকে
যখন এক বিন্দুও জল ফেলেনা      নিস্পৃৃৃৃৃহতার
বদলা ৷ ফুল যখন কানন হারা,কি তার পরিচয়?
বেলা শেষের রূপান্তরে খুলে যায়        মিথ্যার
খোলস ৷ ছুড়ে ফেলা মাটির গতর    প্রায়শ্চিত্তে
পায়না কোন আপন ঠিকানা ৷ হে অন্ধ    পথের
কাঙাল,মেকি অহমের আড়ম্বর শেষে       অট্ট-  
হাসিরা সব উবে যাবে নিয়মের    ধারাপাতে ৷
শুনতে কি পাস অন্দর পাষানে          খোদিত
আর্তনাদের আওয়াজ ৷ মুষিকের মত    বিনাশ
যখন কেটে যায় অস্তিত্বের শিকড় একে-একে ৷
নিষ্ঠুর মহাকাল উপড়ে ফেলে সব       নামে-
সর্বনামে ৷ বেওয়ারিশ গোরের এপিটাফে তব
লেখা থাকবে শুধু,"পরিচিতা তুমি     হারালে
পরিচয়   আখ্যানেরও   অবোধে ৷"