ভূজঙ্গের মুখে আজ নীলমনি ৷
হারালো ঈশ্বরের শ্রেষ্ঠতম প্রতীমা
ইডেনের বসন ৷
হায় পূন্যতা!তুই কি শুধুই এখন
অন্ধ ভিসুভিয়াসের রক্তিম আস্ফালন!?
এক ফুলে অসুখি কালের আঁধার
যখন ক্ষনিকের তরে থমকে থাকা
সময়ে জমাট মৃত্তিকার অতলে
রেখে যায়  প্রায়পিয়াসের দেয়ালচিত্র ৷
রাজহংসের মিথ্যা প্ররোচনায় কুমারী
খুলেছে নিষিদ্ধ নগরীর ডোর ৷
বিধির লাল চোখ উপড়ায়
নিঃসঙ্গতার ধারাল ছোরা!
লাল নিদমহলের ঈর্ষায় গুমরে কাঁদে
চার হরফের শব্দ!
নীল বৃক্ষের সাগরে দিক হারায় কম্পাস ৷
বেগুনী ফাঁস বাঁধে হতাশারা ওকের শাখে!
নুয়ে গেছে কুবলয় কর্কট পঙ্কিলের ইতিহাসে!
অবাধ্য মুক্তি,"কাল নেকাবের অধরা রহস্যে
আর কতকাল দেখাবি
মাকাল পরাধীনতার গ্লানি?"