খুলে দাও দোর আজ
কপোত ভালবাসায় ৷
প্রাণেরও আলীঙ্গনে প্রাণ
হিরণেরও ঝর্নাধারায় ৷


হতে চাই ক্যাকটাস তব
ফুলেরও তোড়ায় ৷
কাঁটা শিখায়েছে সত্য
মেকিরও স্বর্গশয্যায় ৷


বেরিয়ে আসুক ধ্বংস
আসমান-জমিন ফেঁড়ে ৷
মায়া খুঁদে যায় জীবন তবু
রুক্ষ্ম এই প্রস্তরে ৷


তাকিয়ে রয় আলোরও পথে
প্রেমে পাপী সূর্যমুখী ৷
বাজে উইন্ডচাইম বাসন্তী পবনে;
নীলপাখিটিরও মুক্তি ৷


দাঁড়ায় এসে কার্বেরাস
দুঃসহ অতীতেরও হাপিত্যেশে ৷
হলো সহচর চার প্রতিমা তবে
সবুজেরও ভবিষ্যতে ৷


খুঁজে ল্যাভেন্ডার ভূলুন্ঠিত নিষ্পাপ
নরকেরও আঁধারে ৷
সম্প্রদান যপে নিনিশিনার মন্ত্র
নগন্যেরও ক্ষতে ৷