প্রশ্ন করো না!যদিওবা ভুলে!
এখনি ফুঁসে উঠবে গোক্ষুর!আশীবিষের বিষাক্ত
ছোবলে!
আত্মার জিজ্ঞাসায় যখন লাঙুল বাঁকে ৷
বিস্ময়ে স্তব্ধতা ঠায় দাঁড়িয়ে!
খুঁজিতে-খুঁজিতে মেজাজ চড়া!
কারণে করল লক্ষিছাড়া ৷
বিচ্ছেদে হত আর্তদ্বন্দ্বে,
স্বপ্ন রঙিন বিষাদে ঢাকে ৷
বৈধব্যেরও এক রঙে,
দু নয়ন রক্তিম অশ্রু জলে ৷
থাক না আছে যা প্যান্ডোরার বাক্সে,
দৃৃৃষ্টিরও পরের আঁধারের পিছে ৷
অন্তরের অন্তঃস্থলের তালাসেতে,
হাজার রজনীর সাধনাতে ৷
যদিওবা পাও সুখ,সইবে না!
যদিওবা দুঃখ,বইবে না!
হৃৃৃৃদয় মাঝারে প্রাণেরও বেশিতে,
হয়ত দেখিবে সেথা কমলে কামিনীতে!
পাবে দেবীর সুরতে অতৃৃৃপ্ত মেডুসা!
নিরেট পাথর হবে সরসে ভালবাসা!
স্বর্গ কীরিটীর ভ্রমটাকে রুখি,
মাটির নীড়ে শুধু তুমি আর আমি;
ভুলের জঞ্জাল যত পিছনে ফেলি,
লাল-নীলের সংসারটা সাজি ৷