সত্যের মত মিথ্যায় আজ    অবিশ্বাসেরও বিশ্বাস!
ভরসারা সব হল পাল ছিড়া ভাঙা          মাস্তুল ৷
ঘোর অমাবস্যায় দিগদর্শী                 তারাদের
একে-একে গিলেছে যখন সর্বগ্রাসী            রাহু!
নরক হতে ঝাঁকে-ঝাঁকে     নেমে আসে রক্তচোষা
ভ্যাম্পায়ার!      যারা শুধু শুষে চলেছে মন টাটকা
রক্তের মত!অস্তিত্বে-অস্তিত্বে ভর            করেছে
মহীশাশুরেরও প্রেত ৷ হাবিয়া হতে খসে        পড়া
বিষাক্ত জাক্কুমও আজ রোগের             দাওয়াই!
নিষ্প্রাণ দেখায় প্রাণের ছন্দ!      স্বর্গ হতে  ইন্দ্রের
পতন!বিবেকেরও স্বর, সেত দুমড়ে-মুছড়ে  ফেলে
দেয়া কুফরী কালাম!     নিষ্পাপ হল          যখন
অভিশপ্ত;রোষেরও হুতাশনে পুড়ে    রক্ত-মাংসের
কুশপুত্তলিকা!মরা গাছের          খোরলে-খোরলে
শুনি হুতুমেরও উল্লাস!    কাল দুটি হাত       গলা
টিপে ধরেছে অনাগত প্রভাতের!  আলোরও ডাকে
অপদেবতার আঁধার অবগুন্ঠন     সরাবে কে আজ?