শঙ্কা ছায়ায় মরি লাজে ৷
গুপ্ত নিলয় দুয়ার মেলে ৷
সরল পটেরও গরল তলে,
বিশ্বাস হারা ভ্রূকটি মেখে !
বাঁধন সব আজ যায় যে ছিড়ে;
ভালবাসারা তব টুটে গিয়ে ৷
আত্নশ্লাঘার টুঁটী চাপে,
কলঙ্কের কালি পড়বে বদনে!
অবজ্ঞায় ভরা ঘৃৃৃৃৃণারও তুনে,
জড়তারা গেছে মুক্তি ভুলে ৷
ভয়ের হুমে চিত্ত হারা;
নুয়ে পড়ে লাজুকও লতা ৷
হতাশারা সব এড়িয়ে চলে;
লড়ারও আগে যখন হারে ৷
ইচ্ছারা নত অবসাদে ৷
প্রেরণারা হারায় লক্ষ্যভ্রষ্টে ৷
মুখেরা যত ভুলে ভাষা ৷
প্রতি পদে আসে বাধা ৷