আকাশের মাথা কেটে গেছে!
হৃৃৃৃদয়ে জমাট অব্যক্ত হতাশায়
বিবেক মারে বজ্র চাবুকের ঘা,
এক শিরোনাম হীন মুক্তিতে ৷
আর নয় দাপটের আতশবাজিতে
রেখে যাওয়া মুগ্ধতা , ঐশ্বর্যের
বিষ প্রসবে যখন হলুদ চোখের
প্রেতাত্মা ৷ খসে গেছে দৌদন্ড-
প্রতাপের সোলায়মানী আংটি ৷
নিশ্ছিদ্র আয়েশের সবুজ দেয়ালে
চিড় ধরিয়েছে মামুলিরা ৷ বসুমতির
প্রসাদ কখন ছিল সবার? আমরাই
আজ গুলবাগের মালি ৷ ইনকিলাবে
সাজাই তোমারি পূজার উপাচার ৷
হে মায়াছিন্ন হেব্রাইডিজ,তুমি কি
এখনও চীর বসন্তের!?আজাদী
হল যখন তিথলিরা;পুত্তলিরও অন্ধকার
ফেঁড়ে,জাগ্রত আত্মার স্বরে ৷