ছুড়ে   ফেলে  সবুজও ভবিষ্যৎ  হতাশ   একাকীত্ব
         কপোত ভালবাসারও প্রস্থানে ৷
বেনামেরও  পৈতা পরে  ছিন্নমূল শৈশব অবহেলায়
           খোলা আসমানেরও নিচে ৷
হাত    বাড়ায়    পথ   পতিত   ঈশ্বরেরও   পানে
            নিষ্ঠুরতারও নষ্ট সমর্পণে ৷
নিড়ানি  দেয়  শোষণ  শুধু বেহেশতেরও গুলবাগে
          ফুলকলি উপড়ানোরও নামে !
অস্তিত্বেরও   চাপ   উগরায়   রিক্ত  ধূসর দারিদ্র্য
             কালো কাঁচেরও পিছে ৷
পাতে    গনশয্যা   লা-পাত্তা   বেওয়ারিশ   গতর
           কাঙ্গালী বুভুক্ষু বাচপানে ৷
শুভ সূচনায় পড়ে যখন দুর্ভাগ্যেরও  কর্কট  তকমা
        প্রায়শ্চিত্তেরও বর্বরীয় দাবিতে ,
ভাঙে গাঙেরও পাড় বিরহি স্রোতের অশান্ত উতলে
             দুঃখেরও কষ্ট শ্রাবনে !
ঠুকরে-ঠুকরে খায় আনন্দ হতচ্ছাড়া করাল অতীত
           বেদনারও নীল স্মৃতিতে !
আর ভুলে থাকে পঁচা বর্তমান প্লাস্টিকেরও ত্রিপলে
            বিষেরও ধূম্র আসক্তে !
গোমোরাহের  পাপে  যবে ছুটে চলে আত্মপরিচয়
          পূত অনুভবেরও প্রতিকূলে ,
মাথাকুটে  মরে  অবলা  প্রথমও প্রর্থনাতে নিশ্চুপে
          বরাহ লোলুপ বলাৎকারে !
কথা  কয়  পথভ্রষ্ট  নিষ্পাপ   আঁধারেরও  ভাষায়
          হার্মাদেরও নরক ডেরাতে ৷
সাজায়   ভিক্ষুক   সুবিধারও  মাফিয়া শূন্য ভাড়ে
         ছলনাময়ী বৈরাগ্যেরও গীতে ৷
মুছে  দেয়  কুটনি  করুণা  চোখেরও নোনতা জল
           লাল শহরেরও প্রলোভনে ,
ভাগাড়েরও মক্ষিকা শুঁকে যেথা কাঁচা মাংসের গন্ধ
            কচি কুমারীরও সঙ্গে !
ভাঙ্গন ধরায় খুপচিত এক রোখা  সুখেরও তালাশ
          সহায়েরও একান্নবর্তীতে ৷
ছোবল   মারে   হতাশারও  আগ্রাসী  কালকেউটে
        হৃদয়েরও নিঃসঙ্গ আলিন্দে !
নেয় শ্বাস   মুক্তি পরিত্যক্ত  অট্টালিকারও কোটরে
             ভাঙারির বস্তা হাতে ৷
পরে   অবাধ্য   সাহস  পাপেরও  নিষিদ্ধ  পোশাক
          কপট প্রশংসারও পরিহাস্যে ৷
রাস্তাটা  বনে  ক্ষুধার্ত আজদাহা ট্র্যাজেডিরও শেষে
             ঝরা মুকুলেরও গ্রাসে !
তবু শুনে যায় সময় শিস দেয়  আলম  রেলস্টেশনে
            খল সংকেতেরও খপ্পরে ৷