ইতির চিন্তা গুরুর বুলি,
আলোর দিকে সর্ব দৃৃষ্টি ৷
বিমূর্ত মন সাফল্য খুঁজে,
প্রাণ নাছে আজ স্ব-সাহসে ৷
স্বর্গে উঠার সুখ সোপানে,
সংশয়েরা পিছিয়ে পড়ে ৷
সাফল্য যখন লক্ষ্য পানে,
হতাশারা যায় যে উবে ৷
প্রতি শুরুর পয়লা ক্ষনে,
নেতিরা সব পিছু হটে ৷
তৃৃপ্তিরা সব ঢেকুর তুলে ৷
বিপর্যয়ের ধরা পতনে,
প্রত্যয়রা যে হাতে ধরে ৷
দিনের পিছে রাত্রি কাঁদে,
সামনে ভুলে যারা আড়ালে ৷
উৎসাহরা লাফিছে উচুঁ,
চিন্তা ভুলে যা আছে নিচু ৷
সত্য যখন সীমা ছাড়া,
প্রয়োজন মাড়া আকাঙ্খারা ৷
বিপর্যয় আসি বাঁধে বাসা,
বিষাদে হয় বুকটা ফাঁকা ৷
উপেক্ষরা কাপুরুষের সাথে,
অপ্রত্যাশিত নির্লিপ্ত প্রবনে ৷
ডিম চুরি থেকে জরার কর্কটে,
অসম্ভবের সম্ভব চলে শূন্য হাতে ৷
পড়ে থাকে আশারা মিথ্যার মুকুরে ৷
কান খাঁড়া সতর্কতা ভুলে
চেষ্টা চলে বিপদেরও আগে ৷
উত্তরহীন বিবেকে,
ভরসা কেবল আবেগী দৈবে ৷
অটলতা যায় না গুছে,
কারণের নিয়ন্ত্রন বৃৃৃৃত্তে ৷
মত্ত যখন অবুজ চিত্তে,
হলে সর্বজিত তুমি পরাজিত ৷
সুখস্বপ্ন সব ফেলিলে,
আজ এক মহাবিভ্রাটে ৷


(কবিতাটিতে আশাবাদিতার সুফল ও মাত্রাতিরিক্ত
আত্মবিশ্বাসের কুফল সম্পর্কে আলোকপাত করা
হয়েছে ৷ )