চারদিকে শুধুই শুনি শূন্যতার হাস-ফাঁস ৷
উড়ছিত-উড়ছি আমি , সিজ্জীনের কালোবাজ ৷
আত্মজিজ্ঞাসারা সব কুলকাঠের অঙ্গার ৷
নির্লিপ্ত অভিমান,তুমি কি তবে আজ
নিঃস্ব ফুজিয়ামার হিমবিষম মৌনতা?
উত্তরহীন প্রায়শ্চিত্তের দহন;যেন মাটি চাপা পাতালে
তপ্ত লাভার প্রবাহিনী!
কাল হতে কালান্তরের এজমালী হতাশারা
নশ্বর-অবিনশ্বরের ধোঁয়াশায় ঘুরে-বেড়ায়
ভুডু ডাকিনীর অপদেবতা হয়ে ৷
নাগ ছোবলে-ছোবলে মুমূর্ষ নীলপাখি!
কৃষ্ণডালিয়ার নামে উম্মাদ হতাশার
নিক্ষিপ্ত শরবাণে হত নবীন সময়ের সুখ!
দিগভ্রান্ত সবুজ কাফেলা অধরা
পরীস্থানের সম্মোহনে ৷
কষ্ঠিপাথরের পরশ ভুলেছে কনক কান্তি মন ৷
অহমী ড্রাগনের আস্ফালনে তপ্ত গন্ডীর বৃত্ত ৷
কাপুরুষ মরাকাটল,হারালে তুমি পথ
স্রোতেরও অনুকূলে চাঁদোয়ারও ক্ষনিক অলীকে ৷