স্বর্গের ভেতরের নরকে থমকে গেছে সময়
সারি-সারি প্রতীক্ষারও দীর্ঘশ্বাসে! ছুটে
চলার নাম যখন মুক্তি ৷ সবুজ-হলুদ-লাল
শুধুই আজ বেকার সংকেত! বিলাসের
দাপট কেড়ে নিল পথেরও দাবী! অবুঝ
ঘর্মাক্ত গতরেরা সব জটলা পেকেছে
ঠিকানারও পথে ৷ ভুলের মাশুল গুনে বাম
হাতের কাল বখশিশ ৷ জেবরা ক্রসিং এ
পিষ্ট স্বপ্ন মিথ্যার রঙিন ফানুস!পায়ে চলার
অবশেষ;ভাগ্যের উথ্থান-পতন যেথায়
লেখে যায় জলে ভাসা পদ্মের অসমাপ্ত
আলেখ্য ৷ দেখেও না দেখার লালসারা
সাজানো গুলিস্তানে করে চলে আগাছার
চাষ!সময়ের দামে দলিত জীবনের জিজ্ঞাসা!
বকুল মালার মূল্য হারিয়ে যায় শুধু অদৃৃশ্য
কাঁচের ওপাশেরও অন্ধকারে!অস্তিত্ব নাশে
অস্তিত্ব,সংঘর্ষ যখন শুঁকেছে গতির আফিম!
উপড়ানো নিসর্গের শোকে কাঁদে খাঁ-খাঁ
শূণ্যতা!দক্ষিনা বাবুল ডালে সুশীতল
সমীরণে,কোকিল কি গাইবেনা আর
বসন্তেরও আগমনী গান? আকাশে-বাতাসে
যখন সভ্যতার জারিত দগ্ধ বিষ করে যায়
শুধু হারানো তপোবনেরও স্মৃৃৃৃতিচারণ ৷