সুখ!সে তুমি আজ নীল নয়না আসমানী ললনার
মুখে তাকিয়ে থাকা ধূসরও মেদিনীর    কাশশুভ্র
মেঘ জিজ্ঞাসা!শ্রবন বিদারী বজ্র নিনাদে    আর
আর কত দেখব ঘুমট মেদুরও বর্ষার       শ্রাবন
হতাশা!লাল দোপাটি কেড়ে নিল যখন ময়ূরপঙ্খী
কচুরী ফুল দেখার তৃৃপ্তি!ওহে মোর     তাজমহল
পিয়াসী প্রিয়া,এক দন্ড রজনীতেই আজ না  হয়
নেও না স্বপ্ন সম্রাট শাহজাহানের প্রেম  নিবেদন ৷
নিশিরও কষ্টি সিংহাসনে তারায়-তারায়   খচিত
দেখ,তোমারি তরে সপে দেয়া      ভালবাসারও
কহিনূর ৷ মধ্যদেশের সুরারও নেশায় মত্ত   শেখ
হয়ে আর কতকাল অপলকে নেত্রে মশগুল রইব
গেজেলাক্ষী অপ্সরীর ব্যালে নৃৃৃৃত্যে!     প্রভাতের
আলোতে হানা রাজপ্রাসাদের শ্যাওলা       ধরা
পলেস্তারের মত একে-একে খসে পড়ে     যখন
গুলবাগেরও হুরসঙ্গের দিবা স্বপ্নগুলো ৷   দেখনা চপলা বাতাসের বিলি হলুদ সরিষা ক্ষেতে-ক্ষেতে!
সময়েরও উল্টানো পাতায়-পাতায়  অবহেলারও
আঁধারে ঝিঝিরও একটানা           নিসর্গ নিক্কণে
নাচে কত সহস্র                             জোনাকী;
খন্ড-খন্ড সুখেরও              মঙ্গল প্রদীপ জ্বেলে ৷