তখত-এ-পোশ!
তুচ্ছতর সারমেয় আর্তনাদ ,
আতঙ্ক ধরায় নৃশংস নেকড়ে হিংস্রতার!
নিকষ কালো রাতে রক্তলাল চাঁদটা
যখন শয়তানের চোখ ,
শূণ্যতার পোড়ো জমিনে গর্জে উঠা
শীর্ণ হাত গলা টিপে ধরে আত্নপ্রতিকৃতির!
নেউল নৃত্যে কুপোকাত শশক ৷
হার-জিতের দানে শুধুই গোক্ষুরের জয়!
মনিবের ম্যান্ডেটে বাড়-বাড়ন্ত
নরকের যাক্কুম!
সম্মোহন যপে ধ্বংসের বীজমন্ত্র
নিষ্পাপের তরে!
বিবেক নির্বাসিত শাস্ত্রের পাতায় ৷
বেরিয়ে আসে দাঁতাল হাউন্ডস
অবিশ্বাসের পিছে;
আন্ধার মুখে বিশ্বাসের নামে ৷
হায় চন্দ্রমল্লিকার কান্না!
সে কি তব শুধুই আজ রক্তফোয়ারার ধারা!?